ত্রিকালকন্ঠ / Trikalkantho

ত্রিকালকন্ঠ হলো একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। আমাদের লক্ষ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত সহ সারা বিশ্বের হিন্দু নির্যাতন, হিন্দু গণহত্যা, হিন্দু ধর্মের ইতিহাস, হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের শোর্য-বীর্য সর্ম্পকে তুলে ধরা। আমাদের এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা আশা করি।

গত ২৩শে শ্রাবণ ১৪৩২ বাংলা, ৯আগস্ট ২০২৫ ইংরেজী, রোজ শনিবার শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার শুভে দিনে যাত্রা করেছে ত্রিকালকন্ঠ।

শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিতে সৌভাগ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের সংমিশ্রণ হয়েছে, যা অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এছাড়া, এদিন চন্দ্র মকর রাশিতে অবস্থান করে এবং মকর রাশির অধিপতি শনিদেব, এ ছাড়া দিনটি ছিলো শনিবার। ঐদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে। সৌভাগ্য যোগ, শোভন যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ ঐদিনে উপস্থিত ছিলো। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই যোগগুলিতে যে কোনও কাজ শুভ এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে ৷ তাই ঐ শুভ দিনেই যাত্রা শুরু করেছে ত্রিকালকন্ঠ।

ত্রিকালকন্ঠ সর্বদা শিকড়ের সন্ধানে। ত্রিকালকন্ঠ কথা বলে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের। ত্রিকালকন্ঠ হিন্দুত্বের কথা বলে, ত্রিকালকন্ঠ হিন্দুত্বের কন্ঠস্বর।

ত্রিকালকন্ঠের রয়েছে ওয়েবসাই, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার বা এক্স হ্যান্ডেল। আমাদের এই সকল মাধ্যম গুলোকে ফলো করার জন্য অনুরোধ করছি।

আমাদের যেকোন ভুল ত্রুটি বা আপনাদের যেকোন মতামত পাঠাতে পারেন ই-মেইলে Trikalkantho@gmail.com বা হোয়াটস্যাপে।

নমস্কার

সবাইকে ধন্যবাদ

ত্রিকালকন্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *