চন্দ্রনাথ পাহাড়ে উত্তোলন করলো ইসলামিক পতাকা

আবারও হিন্দুদের তীর্থস্থান সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় নিয়ে যড়যন্ত্র। এবার চন্দ্রনাথ পাহাড়ে উড়াল তালেবানের পতাকা(সাদা রঙের এবং মাঝখানে কলমা সম্বলিত পতাকা)।

গত ২০আগষ্ট বুধবার Sheikh Osman Faruk নামে এক ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আফলোড করা হয়, যেখানে দেখা যায় চন্দ্রনাথ পাহাড়া উড়ানো হচ্ছে তালেবানের পতাকা। একই ভিডিওতে Sheikh Osman Faruk লিখেছেন, “আমার প্রথম পরিচয় আমি মুসলিম। চট্টগ্রামে সর্ব বৃহৎ পাহাড়ে কালেমার পতাকা। বি:দ্র: (ছোট একটা ম্যাসেজ দিচ্ছি পাহাড় কারো বাপের না)।”

একই সাথে গত ২০আগষ্ট বুধবার ‘সীতাকুন্ড নিউজ’ নামে একটি ফেসবুক ফেইজ থেকেও পোস্ট করে বলা হয়, “সীতাকুন্ডের আকাশ ছুঁয়ে চন্দ্রনাথ পাহাড়ের শিখরে উড়লো কালেমার পতাকা”।

জানাযায়, চন্দ্রনাথ পাহাড়ে ইসলামিক পতাকা উত্তোলন করা যুবকের নাম মো. ওসমান ফারুক। মো. ওসমান ফারুক সীতাকুন্ড বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য।

এই বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “মক্কার সীমানার চারপাশে “only Muslims” (শুধুমাত্র মুসলিম) লেখা সাইনবোর্ড টানানো আছে। চট্টগ্রামের চন্দ্রনাথ ধামের চতুর্দিকে ” শুধুমাত্র সনাতনী” সাইনবোর্ড টানানো হোক। অসনাতনীদের প্রবেশ অবৈধ ও বে- আইনী ঘোষনা করা হোক। এটা করতে হবে চট্টগ্রামের ডিসিকে। সনাতনীরা ডিসির কাছে এই মর্মে স্মারকলিপি প্রদান করুক।”

এখন এটা স্পষ্ট যে মুসলমানদের টার্গেট এখন সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড় দখল করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *