
শ্রী শ্রী শিব মন্দিরে প্রণামী বাক্সের তালা ভেঙে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
২৭ আগস্ট বুধবার দিবাগত রাতে ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা পৌর শহরের পণ্ডিতপাড়াসংলগ্ন সাহাবাড়ির পুকুরপাড়ে অবস্থিত শ্রী শ্রী শিব মন্দিরে এ ঘটনা ঘটে।
চুরির ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক অনিক সাহা অভিযোগ দায়ের করেছন গফরগাঁও থানায়।
জনাযায়, এই শ্রী শ্রী শিব মন্দিরে অনেক ভক্তের আসে। ভক্তরা যাওয়ার সময় মন্দিরের উন্নয়ন ও পূজার জন্য তাদের সাধ্য অনুযায়ী প্রণামী দিয়ে যায়। এতে ২০ থেকে ২৫ হাজার টাকা জমা হয়। বছরে এক-দুইবার বাক্স খুলে যে টাকা হয়, তা কমিটির লোকজন মন্দিরের উন্নয়ন ও পূজায় খরচ করেন।
মন্দিরের সভাপতি মৃদুল সাহা চৌধুরী জানান, ‘প্রণামী বাক্সে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা ছিল। দুর্বৃত্তরা রডের গ্রিল বাঁকিয়ে ভেতরে ঢুকে বাক্সের তালা ভেঙে টাকাগুলো নিয়ে যায়।’