অগ্নিকাণ্ডে নিঃস্ব দুইটি হিন্দু পরিবার।

ছবি: অগ্নিকান্ড।

ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে।

ঘটানাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে, নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবার হলো নবকুমার ও সুকুমার নামের দুই ভাই।

জানাযায়, হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে, মুহূর্তের মধ্যেই আগুন তাদের থাকার ঘর, গোয়ালঘরসহ সবকিছু গ্রাস করে নেয়। এতে বাড়ির আসবাবপত্র, শাড়ি-জামাকাপড়, নগদ অর্থ, রসুন, পাটসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও আগুনে তাদের ৪টি ছাগলও পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা সর্বশক্তি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *