
মন্দিরের প্রতিমা ভাংচুর করার সময় হাতেনাতে আটক করা হয় মুসলিম যুবক মো. আজিজুল কে।
এই ঘটনা ঘটে গত ৪অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা টংগিবাড়ী উপজেলার বালিগাঁওয়ের দাসপাড়া মন্দিরে।
আটক মো. আজিজুল স্থানীয় কালামের ছেলে।
জানাযায়, মন্দিরে লক্ষ্মী প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাঙচুরের সময় তাকে হাতেনাতে আটক করা হয় মো. আজিজুল কে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আকাশ বিশ্বাস বলেন, ‘বালিগাঁওয়ের পূজায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কোনো ইতিহাস নেই। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়।’
বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দুলাল জানান, ‘অভিযুক্ত আজিজুল স্থানীয় সুইপার কালামের ছেলে এবং নিজেও সুইপারের কাজ করে। অনেকের কাছে শুনলাম, ছেলেটার মানসিক সমস্যা আছে। পুলিশের তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।’
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ছেলেটিকে আমরা গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।