
লাভ জিহাদের ফাঁদে পরে দুই সন্তানের জননী হিন্দু গৃহবধূ ধর্মান্তরিত হয়ে একই এলাকার বিবাহিত জিহাদী মুসলিম ব্যাক্তিকে বিয়ে করেছে। স্ত্রীকে ফিরে পেতে হিন্দু স্বামী থানায় অভিযোগ করেন এতে ক্ষিপ্ত হয়ে জিহাদী গং প্রতিনিয়ত হুমকি প্রদান করছে।
এই ঘটনা ঘটেছে, বরিশাল জেলা উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে।
জানাযায়, হিন্দু গৃহবধূ মনিকা রানী একই এলাকার বিবাহিত জিহাদী মিজানুর রহমানের লাভ জিহাদের ফাঁদে পরে স্বামী ও গর্ভের দুই সন্তানকে রেখে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে জিহাদী মিজানুর রহমানকে বিয়ে করতে বাধ্য হয়েছে।
লাভ জিহাদের শিকার মনিকা রানীর বর্তমান নাম ইশরাত জাহান মনি।
এই ঘটনায় মনিকার স্বামী অমরেশ চন্দ্র থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও তার সহযোগিরা প্রতিনিয়ত অমরেশকে হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন।
এ ঘটনায় সঠিক বিচার দাবি করে ও স্ত্রীকে ফেরত পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভুক্তাভোগী অমরেশ চন্দ্র বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকার একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অমরেশ চন্দ্র বলেন, থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহার করা না হলে আমাকে ও আমার সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করা সত্ত্বেও তারা এখনও অভিযুক্তর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেননি।