
পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করে আকাশ ঘোষ(২৬) কে।
নিহত আকাশ ঘোষ(২৬) চট্টগ্রাম জেলা শহরের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার ভুলু ঘোষের ছেলে। তিনি মোবাইল ফোন বিক্রির ব্যবসা করতেন।
এই ঘটনা ঘটে, ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১টার দিকে চট্টগ্রাম জেলা শহরের এনায়েত বাজার এলাকার কসাই গলিতে।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, “পরিচিতজনদের মধ্যে কথা কাটাকাটির জেরে আকাশের পায়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।”
ওসি বলেন, “আকাশ তার মোবাইল বিক্রি বা মেরামতের পাওনা টকা নিতে সেখানে গিয়েছিল বলে শুনেছি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং পরে তাকে ছুরিকাঘাত করে।”
স্থানীয়রা বলছেন, আকাশকে ছুরিকাঘাত করে সানি নামে একজন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিফাত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি আবদুল করিম বলেন, হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।