ধর্ম অবমাননার অভিযোগে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ। গ্রেপ্তার সাগর মণ্ডল।

ছবি: গ্রেপ্তার সাগর মণ্ডল।

ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সাগর মন্ডলের বাড়িতে হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

এই ঘটনা ঘটে, ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে।

গ্রেপ্তার সাগর মণ্ডল (১৯) ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের শ্রীকান্ত মণ্ডলের ছেলে। সাগর মণ্ডল গত বছর নগরকান্দা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বর্তমানে তিনি গোড়াইল বাজারে একটি ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করেন।

স্থানীয় মুসলিমরা সাগর মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একই এলাকার গোড়াইল বাজার বিক্ষোভ করে এবং পরবর্তীতে সাগর মন্ডলের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে হেফাজতে নেয় এবং তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করে পুলিশ।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনের ২৬ ও ২৭ ধারায় সাগর মণ্ডলকে আসামি করে মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই তরুণের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, সেই স্কিনশর্ট তিনি দেখেছেন। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তথ্যপ্রযুক্তিতে দক্ষ দল দিয়ে পরীক্ষা করা হবে। প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *