
সীতাকুণ্ডে প্রবাসী বদন জলদাশের বাড়ি থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট।
এই ঘটনা ঘটে, চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘাটঘর জেলে পাড়ার দন জলদাশের বাড়িতে।
জানাযায়, ঘরে তালা দিয়ে শ্বশুরবাড়ি সন্দ্বীপে বেড়াতে গিয়েছিলেন সীতাকুণ্ডের বাসিন্দা কাতার প্রবাসী বদন জলদাশ। ২৬ নভেম্বর বুধবার বাড়ি ফিরে তিনি দেখেন, স্বর্ণালংকার, নগদ টাকা, ফ্রিজসহ মূল্যবান সরঞ্জাম মিলিয়ে অন্তত ৩০ লাখ টাকার মালামাল উধাও। তালা ভাঙা এবং ঘরের ভেতর তছনছ দেখে তিনি নিশ্চিত হন সংঘবদ্ধ চোরের দলই এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী বদন জলদাশ জানান, গত সোমবার ঘরে তালা দিয়ে তিনি পরিবারবর্গ নিয়ে শ্বশুরবাড়ি সন্দ্বীপে বেড়াতে যান। বুধবার সকালে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। এরপর ঘরে ঢুকে দেখেন ঘর ফাঁকা।
বদন জলদাশ আরো জানান, চোরেরা আলমারি ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, দুইটি পাসপোর্ট, দুইটি মোবাইল সেট, একটি ফ্রিজ, পানির মোটর, ১০টি কম্বল, গ্যাসের চুলা, সব কাপড়চোপড়, পিতলের থালা-বাটি এবং প্রতিটি রুমের বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত নিয়ে গেছে।
বদন জলদাশের স্ত্রী বলেন, আমার ঘরের সমস্ত ব্যবহারিক জিনিসপত্র, কাপড়চোপড়, এমনকি ভাত খাওয়ার থালা-পাতিল পর্যন্ত নিয়ে গেছে। আমাদের পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে তারা।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘ঘটনাটি আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’