
স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের(৫০) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়।
ডাকাতির ঘটনা ঘটে ২১ আগস্ট বৃহস্পতিবার রাত দেড়টার দিকে, পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে। ডাকাতের হামলায় নিখিল কর্মকার সহ পরিবারের সদস্যরা আহত হয়ে পড়েছেন।
নিখিল কর্মকার জানান, ৭ থেকে ৮ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। পরে অজ্ঞান হয়ে পড়লে আমার হাত-পা মশারি দিয়ে বেঁধে ২৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদল আমার স্ত্রী ও দুই সন্তানের ওপরও নির্যাতন চালিয়েছে।
মেয়ে নিঝুম কর্মকার জানান, চিৎকার শুনে পাশের রুম থেকে বের হয়ে দেখি বাবার গলায় ছুরি ধরে রেখেছে। চিৎকার করলে আমাকে আঘাত করে বেঁধে ফেলে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।