
নামাজের সময় পূজার মাইক বন্ধ করতে বলা বিধায়ক রফিকুর রহমান তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে তার বাড়ির সামনে মাইকে চন্ডিপাঠ করার হুমকি দিয়েছে হিন্দু সুরক্ষ সমিতি।
জানাযায়, কয়েক দিন পূর্বে বিধায়ক রফিকুর রহমান বলেন যেখানে মিশ্র (হিন্দু-মুসলিম) এলাকা রয়েছে, পূজা মন্ডপের কাছাকাছি মসজিদ আছে সেখানে ১০-১৫ মিনিটের জন্য দূর্গা পূজার মাইক বন্ধ রাখা হোক পাঁচ ওয়াক্ত নামাজের সময়।
আরও পড়ুন
ভারতে নামাজের সময় পূজার মাইক বন্ধ করতে বললেন মুসলিম বিধায়ক।
এমন মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবল বিতর্ক শুরু হয়।
এই ঘটনার পর হিন্দু সুরক্ষা সমিতির সভাপতি অভিজিৎ চন্দ্র দাস তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, “আজ আমি আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে তাঁর “পশ্চিমবঙ্গে মাইক বন্ধ” সংক্রান্ত মন্তব্য নিয়ে কথা বলেছি। আমি বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেননি। আমি স্পষ্ট করে জানিয়েছি — এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। নইলে আমরা উনার ঘরের বাইরে মাইক লাগিয়ে চন্ডিপাঠ করব”।