
সেমিপাকা বসতঘরে রহস্যজনক আগুন লাগার পর ঘটনাস্থল থেকে গীতা রানী ঘোষের(৭০) মরদেহ উদ্ধার করা হয়। নিহত গীতা রানী ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তাঁর স্ত্রী কণা ঘোষ (৩৫) ও সন্তান শশী ঘোষ (১০) কে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের আহত ৩ সদস্যকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়।
২৫ আগস্ট সোমবার দিবাগত রাত আড়াইটা নাগাদ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
রহস্যজনক আগুনে এবার মারা গেল স্কুলছাত্রী শশী ঘোষ!
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টা ৪৭ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণের পর ঘটনাস্থল থেকে আগুনে দগ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।