ভগবান রাম বা শিবাজি বারবার রক্ষা করতে আসবেন না -মোহন ভাগবত

ছবি: মোহন ভাগবত।

রাম ও শিবাজির মতো মহান নায়করা বারবার দেশকে রক্ষা করেছেন। কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের নিজেদের শক্তিই হবে ভরসা।

বিজ্ঞান ভবনে আয়োজিত ‘১০০ ইয়ার্স অফ আরএসএস জার্নি: নিউ হরাইজনস’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে মোহন ভাগবত বলেন,
“রাবণকে ভয় পেত গোটা বিশ্ব, কিন্তু রামের কারণে ধ্বংস হয়েছিল। আবার শিবাজি না থাকলে ভারতের ইতিহাস অন্যরকম হতো। তাই বারবার অন্য নায়কের ভরসায় থাকা উচিত নয়। দেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার।
ভারতের প্রকৃত শক্তি তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অভিন্নতা নয়, বৈচিত্র্য থেকেই জন্ম নেয় ঐক্য। আমাদের সবার ডিএনএ এক, তাই বিভাজন মানি না। বিদেশিরা ভারতীয়দের বোঝাতে “হিন্দু” শব্দ ব্যবহার করেছে। হিন্দুদের প্রকৃত স্বভাব হলো সহিষ্ণুতা, অন্যকে সম্মান দেওয়া এবং সমন্বয় বজায় রাখা। তাই কোনও সংঘাত নয়, ঐক্যই হিন্দুদের মূল শক্তি।
স্বাধীনতার ৭৫ বছর পরও ভারত কাঙ্ক্ষিত মর্যাদা অর্জন করতে পারেনি। আমাদের লক্ষ্য ভারতকে বিশ্বগুরু করা। এর জন্য সামাজিক পরিবর্তন অপরিহার্য। শুধু একজন নেতা বা সরকারকে দায়িত্ব দিলে চলবে না, প্রত্যেককে নিজস্ব ভূমিকা নিতে হবে।
রাজনৈতিক দল ও সরকার কেবল সমাজের পরিবর্তনে সহায়ক শক্তি হতে পারে। আসল দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে।
হিন্দুদের ঐক্য না থাকলে কোনও শক্তি আমাদের রক্ষা করতে পারবে না। রাম ও শিবাজির মতো মহান নায়করা বারবার দেশকে রক্ষা করেছেন। কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের নিজেদের শক্তিই হবে ভরসা।
প্রাচীন ভারতীয় সংস্কৃতি মানুষে মানুষে কোনও বৈষম্য শেখায়নি। বরং প্রতিটি মানুষ এবং সমগ্র বিশ্ব একই দেবত্বের দ্বারা আবদ্ধ। তাই সমাজে সমতা ও ভ্রাতৃত্ব গড়ে তোলাই প্রকৃত ভারতীয় ঐতিহ্য।”

আরএসএসের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বলেন, “সংগঠনের শতবর্ষ পূর্তি উপলক্ষে লক্ষ্য হলো ভারতের ভাবমূর্তি বিশ্বদরবারে উঁচুতে তোলা। সময় এসেছে, ভারতকে বিশ্বে তার প্রকৃত অবদান রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে দেশকেও বিশ্বশক্তি করা সম্ভব।”

মোহন ভাগবতের স্পষ্ট বার্তা – “ভগবান রাম বা শিবাজির মতো নায়ক বারবার রক্ষা করতে আসবেন না, এবার দায়িত্ব নিতে হবে ঐক্যবদ্ধ হিন্দু সমাজকেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *