নতুন বিচারপতিদের মধ্যে কোন সংখ্যালঘু থাকায় ঐক্য পরিষদের ক্ষোভ।

ছবি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লগো।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তবে তাঁদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে এই ক্ষোভ জানায় সংগঠনটির তিন সভাপতি নিম চন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ।

ছবি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতি।

বিবৃতিতে নেতারা বলেন, ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। অথচ প্রতিটি অঙ্গনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগ পাননি বলে অভিযোগ করেছে সংগঠনটি।

দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ১০ শতাংশ। কিন্তু নবনিযুক্ত ২৫ জন বিচারপতির মধ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকাটা দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *