
নিখোঁজের তিনদিন পর যমুনা নদীর পাড় থেকে কৃষ্ণ বাসফোড়(৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
নিহত কৃষ্ণ বাশফোর ফুলবাড়ী উপজেলা পৌর শহরের সুজাপুর হরিজনপল্লির মৃত নিশুয়া বাশফোরের ছেলে। নিহত কৃষ্ণ বাশফোর বিরামপুর উপজেলা পরিষদের একজন ঝাড়ুদার ছিলেন।
কৃষ্ণ বাশফোর ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর ৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে দিনাজপুর জেলা ফুলবাড়ী উপজেলা পৌর শহরের দক্ষিণ সুজপুর গ্রামের ছোট যমুনা নদীর পাড় থেকে কৃষ্ণ বাসফোড় অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়।
জানা যায়, গত শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন কৃষ্ণ বাশফোর। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি পরিবারের লোকজন। সোমবার সকালে স্থানীয় সূত্রে তাঁরা জানতে পারেন, পৌর এলাকার দক্ষিণ সুজাপুর এলাকায় ছোট যমুনা নদীতে একটি মরদেহ পড়ে আছে। পরে সেখানে গিয়ে পরিবারের লোকজন মরদেহের পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুলসহ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ওসি মুহিব্বুল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করি। কি কারনে কিভাবে তার মৃত্যু হয়েছে। তা তদন্তের মাধ্যমে জানা যাবে। মৃত্য কৃষ্ণের পরিবার থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নাই।