
এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে শেখর বিশ্বাস (৪৫) নামে এক ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝালকাঠি জেলা শহরের এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে শেখর বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের মৃত শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ ঝালকাঠি শহরে বসবাস করতেন। তার সন্তানরা স্থানীয় বিদ্যালয়ে লেখাপড়া করছে।
জানাযায়, শেখর বিশ্বাস দীর্ঘ আট বছর ধরে এসএ পরিবহনের ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে হঠাৎ বরিশালে বদলি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এই বদলির চাপে মানসিকভাবে ভেঙে পড়েন।

নিহত শেখরের স্ত্রী বলেন, ‘আমার স্বামী বদলির আদেশ পাওয়ার পর অফিসে ছয় মাস সময় চেয়েছিলেন। কারণ, আমাদের সন্তানদের পড়াশোনা চলছে এখানে। কিন্তু কর্তৃপক্ষ কোনো সময় দেয়নি। এই চাপ তিনি নিতে পারেননি।’
এ বিষয়ে এসএ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার মো. শাহদাত হোসেন বলেন, ‘২৮ আগস্ট বদলির আদেশ দেওয়া হয়। তিনি লিখিতভাবে সময় চাননি। অফিসের নিয়ম মেনেই বদলি করা হয়েছিল।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
স্থানীয়রা জানান, শেখর বিশ্বাস একজন শান্ত ও দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। হঠাৎ এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।