
বরিশাল সুইপার কলোনি থেকে দুর্গাপূজা শেষে হরিজনদের এলাকা ছেড়ে যেতে বলেছে সিটি করপোরেশন। এই উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে প্রগতিশীল নাগরিকদের ব্যানারে হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
ট্রেড ইউনিয়ন নেতা একে আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মহানগর সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উন্মেষ রায়, ছাত্র সমন্বয়ক সুজয় শুভ, কাজল দাস প্রমুখ।

বক্তারা বলেন, গত দেড় শ বছর ধরে হরিজন সম্প্রদায়ের মানুষ নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছেন।
অথচ এখন সিটি করপোরেশন তাদের উচ্ছেদের চেষ্টা করছে। অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সুইপার কলোনির বাসিন্দা সুপ্রিয়া রানী বলেন, ‘আমরা সাত প্রজন্ম ধরে ৯ নম্বর ওয়ার্ডের এই কলোনিতে বসবাস করছি। ৯টি ঘরে ২৭টি পরিবার কোনোভাবে জীবনযাপন করছি।
এই কলোনি ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। সিটি করপোরেশন মৌখিকভাবে দুর্গাপূজা শেষে এলাকা ছেড়ে যেতে বলেছে। আমরা কোথায় যাব?’
হরিজন সম্প্রদায়ের নেতা সঞ্জীব খোকন বলেন, ‘আমাদের অন্যত্র কেউ ঘরভাড়া দেবে না। তাছাড়া সামান্য বেতনে চাকরি করি, অন্য কোথাও যাওয়ার মতো আর্থিক সামর্থ্যও নেই।