
চট্টগ্রাম নগরীর একটি নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তারক্ষীর সুভাষ দেবনাথের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
নিহত নিরাপত্তারক্ষীর সুভাষ দেবনাথ (৫৫)কুমিল্লা জেলার বাসিন্দা। গত ২৫ বছর ধরে চট্টগ্রাম নগরের হাজারী গলি এলাকায় বসবাস করছেন। তিনি ওই ভবনের নিরাপত্তারক্ষীর হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের রুমঘাটা এলাকা থেকে সুভাষ দাশের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, দরজা বন্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।