
সিদ্ধেশ্বরী কালী মন্দিরের তালা ভেঙে মন্দির থেকে স্বর্ণ চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনা ঘটে, ২৪ সেপ্টেম্বর বুধবার ভোররাতের দিকে ঝিনাইদহ সদরের নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোররাত পৌনে ৪টার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রতিমার গায়ে থাকা স্বর্ণ চুরি করে নিয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, প্রতিমার গলায় স্বর্ণের গহনা রয়েছে, এমন ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে।’
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’