
খুলনায় হিন্দু যুবক অনিক কে গুলি করে হত্যা চেষ্টা করা হয়। বর্তমানে আহত অনিক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, খুলনা মহানগরীর সদর থানাধীন সাবরেজিস্ট্রি অফিসের সামনে অনিক কে গুলি করে হত্যা চেষ্টা করে। এইসময় গুলিটি অনিকের বাম পায়ে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অনিক সাবরেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অনিকের বাবা মন্টু দাস খুলনা বড় বাজারের একজন ব্যবসায়ী। তার বাসা খুলনা সার্কিট হাউজের সামনে। অনিক এ বছর এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবর্ষণকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখনো গুলির কারণ জানা যায়নি।’