
শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ীর মেলায় এক মুসলিম নারী শাখা-সিঁদুর পড়ে হিন্দু সেজে চুরি করতে এসে হাতে নাতে আটক হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম জেলা বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ীর মেলায় এ ঘটনা ঘটে।
আটক ওই মুসলিম নারীর নাম রিনা বেগম।
মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত মাস্টার শ্যামল মজুমদার জানান, মেলায় ভিড়ের সুযোগ নিয়ে ওই নারী সিঁদুর পরা ও হাতে শাঁখা পরে পূর্ণার্থীদের ভিড়ে মিশে যান। এ সময় তিনি এক পূর্ণার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে গ্রাম পুলিশ হিমাংশু দাশ জনতার হাত থেকে উদ্ধার করে মন্দিরের একটি কক্ষে আটকে রাখে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “কালাচাঁদ ঠাকুর বাড়িতে এক মহিলা শাঁখা-সিঁদুর পরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”