
জোরপূর্বক লিটন সাধুর চুল-জটা কেটে প্রায় তিন লাখ টাকা মূল্যের রুপার বালা লুট করে নিয়ে যায় জঙ্গি মাহবুবুর রহমান গং।
ভুক্তভোগী লিটন সাধু রাজধানী ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে লাশ সৎকারের কাজ করেন এবং পাশাপাশি সদরঘাট এলাকায় ফল বিক্রি করেন। আধ্যাত্মিক ভাবনা থেকে তিনি দীর্ঘদিন চুল-দাড়ি লম্বা রেখেছিলেন। দুই হাতে ছিল ধাতব বালা।
মাহবুব ক্রিয়েশন ফোরের উদ্যোক্তা জঙ্গি মাহবুবুর রহমান ও তার দল লিটন সাধুর জটা ও চুল-দাড়ি জোরপূর্বক কেটে দেন। এসময় লিটন সাধু প্রাণপণ চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেননি। চুল কেটে দেওয়ার পর তার হাতের প্রায় ৫০ ভরি রুপার বালা লুটে নেওয়া হয়, যার মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা।
অভিযুক্ত এই জঙ্গির নাম মাহবুবুর রহমান, ডাক নাম মাহবুব সরকার। বাবার নাম সামছুল আলম। গ্রামের বাড়ি কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামে।