মৌলভীবাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে দুটি সাম্প্রদায়িক ঘটনা।

ছবি: বামে মো. দুলাল, ডানে নাসির মিয়া ও তার মাক্স এবং ছুরি।

মৌলভীবাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে দুটি পৃথক সাম্প্রদায়িক ঘটনায় দুই মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের শ্রমিক মো. দুলাল (পিতা: আলী হোসেন) সনাতন ধর্ম সম্পর্কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুলালকে দ্রুত গ্রেপ্তার করে।

অপরদিকে মৌলভীবাজার পৌর এলাকার সৈয়ারপুরস্থ আবাহনী পূজা মণ্ডপে দুপুরে মাস্ক পরা অবস্থায় এক যুবককে সন্দেহ হলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তল্লাশিতে তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম নাসির মিয়া। তিনি সদর উপজেলার গুজারাই (চাঁদনীঘাট) এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযানে নেমে দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর পেছনে কারও উসকানি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *