রাজু শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার, শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।

ছবি: নিহত রাজু শর্মা।

রাবারবাগানের ভেতর থেকে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় রাজু শর্মার (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে, কক্সবাজার জেলা রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার রাবারবাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজু শর্মা (২৪) একই উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের রণজিত শর্মার ছেলে। রাজু শর্মা জোয়ারিয়ানালা বাজারের একটি সেলুনের কর্মচারী ছিলেন। তাঁর লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে একটি গাছের সঙ্গে রাজু শর্মার লাশ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন।

নিহত রাজু শর্মা গত রোববার থেকে নিখোঁজ জানিয়ে তাঁর বাবা রণজিৎ শর্মা অভিযোগ করেন, রাজুকে পরিকল্পিতভাবে খুন করার পর গলায় রশি বেঁধে রাবারগাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এক প্রতিবেশীর সঙ্গে রাজুর টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল।

রাজুর বড় ভাই ছোটন শর্মা বলেন, এক প্রতিবেশী নারী ও তাঁর পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে রাজু শর্মাকে খোঁজাখুঁজি করে আসছেন। ওই নারীর পরিবারের দাবি, রাজু তাঁদের ৫২ হাজার টাকা নিয়ে এক ব্যক্তিকে হস্তান্তরের কথা থাকলেও দেননি। টাকা ফেরত না দিলে রাজুকে গুম করার হুমকি দেওয়া হয়।
ছোটন শর্মা আরও বলেন, রোববার বিকেল পাঁচটার পর রাজুর মুঠোফোন সংযোগ বন্ধ পাওয়া যায়। তাঁরা ধারণা করেছিলেন, পূজা উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাজু হয়তো বেড়াতে গেছেন। এর মধ্যেই রাজুর লাশ পাওয়া গেল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন ছোটন শর্মা।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, গলায় দড়ি প্যাঁচানো গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। ওই তরুণের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা কি না, নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *