পশ্চিমবঙ্গে নির্মাণাধীন লক্ষ্মী ও কালী প্রতিমা ভাংচুর।

ছবি: ভাংচুর করা নির্মাণাধীন লক্ষ্মী ও কালী প্রতিমা।

আসন্ন লক্ষ্মী পুজা এবং কালী পুজার জন্য তৈরী করা লক্ষ্মী ও কালী প্রতিমা সহ প্রায় ৫০ টি নির্মাণাধীন প্রতিমা ভাংচুর করেছে।

এই ঘটনা ঘটে, ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার গণপতি নগরের উত্তর নারকেল দা হাটের অনিল চাকড়ারপ্রতিমা তৈরীর কারখানায়।

জানাযায়, অনিল চাকড়া গত ১৫-২০ বছর ধরে ওই এলাকায় মূর্তি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। শুক্রবার রাতেও স্বাভাবিক কাজ শেষে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু শনিবার সকালে এসে দেখেন, তাঁর কারখানার প্রায় সমস্ত প্রতিমা ভাংচুর করা অবস্থায় রয়েছে।

অনিলবাবু বলেন, “আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কেন এই হামলা চালানো হয়েছে বুঝে উঠতে পারছি না। অনেক ঠাকুরের অর্ডার নিয়েছিলাম, এখন কী করব কিছুই বুঝতে পারছি না।”

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হামলা এবং এর পিছনে বড় কোনও উদ্দেশ্য থাকতে পারে।

পূর্ব মেদিনীপুরের এই ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। উৎসবের মরসুমে এই হামলা সনাতন ধর্মীয় ভাবাবেগে আঘাত বলেই মনে করছে বিজেপি। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *