
পুজামন্ডপ থেকে নিখোঁজ ৫ম শ্রেণীর ছাত্রী রিমা রানী বিশ্বাস(১০)। নিখোঁজের পর আজ ৬দিন অতিবাহিত হলেওে এখনো খোঁজ মেলেনি রিমা রানী বিশ্বাসের।
রিমা রানী বিশ্বাস(১০) গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশনে অঞ্জলি দিতে এসে নিখোঁজ হয়।
নিখোঁজ রিমা রানী বিশ্বাস মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা শহরের ক্যাথলিক মিশন রোডস্থ দিনমজুর মতিলাল বিশ্বাসের মেয়ে। নিখোঁজ রিমা রানী বিশ্বাস স্থানীয় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিলো।
জানাযায়, গত মঙ্গলবার শারদীয় দুর্গাপুজার অষ্টমীর দিন সকালে রামকৃষ্ণ মিশনে অঞ্জলি দিতে এসে নিখোঁজ হয় রিমা রানী বিশ্বাস। সারা দিন অনেক খোঁজাখুজির পর না পাওয়া গেলে সন্ধ্যায় দিকে থানায় নিখোঁজ ডায়েরি করেন মতিলাল বিশ্বাস।
রিমা রানী বিশ্বাসের খোঁজ পেতে অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবার।