শুভ দাসের সোনার দোকানে ডাকাতি, ২২ভরি স্বর্ণালংকার লুট।

ছবি: ডাকাতির সময়ের সিসিটিভি ফুটেজ।

শুভ দাসের সোনার দোকানে হামলা করে প্রায় ২২ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদলের হামলা গুরুতর আহত হয়েছেন শুভ দাস। আহত শুভ দাস মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনা ঘটে, ৪অক্টোবর শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে, মানিকগঞ্জ জেলা শহরের স্বর্ণাকাপট্টির পাণ্ডব ভবনের নিচ তলায় ‘অভি অলংকার’ নামে দোকানে।

জানাযায়, দোকানে প্রবেশ করে ডাকাতরা দোকান মালিক শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ২২ভরি স্বর্ণালংকার স্বর্ণালংকার লুট করে নেয়। পালানোর সময় শুভ দাস বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

মানিকগঞ্জ থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, বিষয়টি তদন্তাধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *