
আদিবাসী এক জুম্ম প্রতিবন্ধী নারী (১৯) কে ধর্ষণের চেষ্টা করে বাঙালি সেটলার মুসলিম যুবক মো. রমজান আলী(৩২)।
গত ১০ আগষ্ট রবিবার রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বেগাবেক্ক্যে গ্রামে এই ঘটনা ঘটে।
ধর্ষণের চেষ্টাকারী বাঙালি সেটলার মুসলিম যুবক মো. রমজান আলীর বাবার নাম মো.শাহজাহান। বাড়ি রাঙ্গামাটি জেলা সদরের ফিশারী ঘাট এলাকায়।
জানাযায়, উক্ত গ্রামে সরকারি প্রকল্পের পানির হাউস নির্মাণের জন্য ভুক্তভোগীর বাড়ির রাস্তার পাশে হৃদয় এর নেতৃত্বে ৩ জন সেটেলার বাঙালিকে আনুমানিক ১ সপ্তাহ ধরে কাজে নিয়োজিত রাখা হয়। প্রকল্পের কন্ট্রাক্টর মো. রায়হান।
রবিবার রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময়ে রমজান আলী উক্ত নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী নারী চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে রমজান আলীকে হাতে নাতে ধরে। তারপর রমজান আলীকে পুরো রাত গাছের সাথে বেঁধে রাখে। পরেরদিন সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ চাকমাকে ফোন দিয়ে বিস্তারিত জানানো হয়।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে রমজান আলীকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে রমজান আলী সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।