
মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চন্দনা রাণী ঘোষের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগে তাকে শোকজ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে, চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির দুই (মুসলিম ও হিন্দু) শিক্ষার্থীর মধ্যে ঝগড়া বিবাদের সমাধান করতে গেলে তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়।
জানা গেছে, গত ১২ আগস্ট বুধবার ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ও দেবাশীষ বর্মনের সাথে ঝগড়া হয়।
ওই ঝগড়া মিটাতে গিয়ে ইসলাম ধর্মের অনুভূতির উপর আঘাত করে কথা বলার অভিযোগ তোলা হয় ক্লাশ টিচার চন্দনা রাণী ঘোষের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই মতলব ইমাম উলামা ঐক্য পরিষদসহ বিভিন্ন ইসলামি সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের উদ্যেগ নিলে উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এবং ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস পেয়ে তাদের কর্মসূচী স্থগিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন,তার অপরাধের জন্য প্রথমত তাকে শোকজের জন্য শিক্ষা বিভাগকে বলা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান থেকে বিরত থাকবে ওই শিক্ষিকা। এছাড়া বিষয়ট জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে।