
হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পাপন চন্দ্র নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় গোপমহল্লা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পাপন চন্দ্র কে।
পাপন চন্দ্র হবিগঞ্জ বানিয়াচংয় উপজেলার ১নং ইউনিয়নের গোপমহল্লা গ্রামের ৭নং ওয়ার্ড এলাকার মনদ্বীপ গোপের ছেলে।
বানিয়াচং থানা পুলিশ জানায়, অভিযুক্ত পাপন গোপ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি বিভিন্ন নবী রাসুল ও অলি বুজুর্গ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় বড় বাজার ও বিভিন্ন স্থানে বিক্ষোভ করে পাপনের শাস্তি দাবি করছে। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পাপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।