
পটুয়াখালি বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দ্রবাড়িয়া গ্রামের পরেশ চন্দ্র বিশ্বাস হত্যা মামলার বাদী শেখর চন্দ্র বিশ্বাসকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছে আসামিরা। এ ঘটনায় বাদী শেখর চন্দ্র বাউফল থানায় একটি জিডি করেছেন।
শেখর চন্দ্র বিশ্বাসের সাথে প্রতিপক্ষ ফারুক সিকদারে জমি নিয়ে বিরোধ ছিলো। ২০২৪ সালের ১০ জুলাই সকালে ফারুক সিকদার গং শেখর চন্দ্র বিশ্বাসের জমিতে গিয়ে শেখর চন্দ্র বিশ্বাসকে চাষাবাদে বাধা দেয়। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে শেখর চন্দ্রের ভাই পরেশ চন্দ্র বিশ্বাসের উপর হামলা করে। এ সময় শেখর চন্দ্র তার ভাইকে হামলার হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়িভাবে মারধর করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে গুরুতর আহত পরেশ চন্দ্র বিশ্বাস ১৩ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনার পর মৃত পরেশ চন্দ্র বিশ্বাসের ভাই শেখর চন্দ্র ১৪ জুলাই ১১ জন নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ৮, তারিখ ১৪/০৭/২৪) বর্তমানে মামলার বাদী শেখর চন্দ্র বিশ্বাসের পরিবারকে হুমকি-ধমকি দিতে থাকে। কয়েক দিন আগে আসামি ফারুক সিকদার, হারুন সিকদার, কবির সিকদার ও আজিবুল সিকদার মামলা তুলে নেওয়ার জন্য বাদী শেখর চন্দ্রকে খুনজখমসহ স্বপরিবারে বাড়ি ছাড়ার হুমকি দেয়। হুমকি দেওয়া হয় মামলার স্বাক্ষীদেরও। এরপর থেকে বাদী ও স্বাক্ষীরা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
অপরদিকে এই হত্যা মামলার আসামি ফারুক ও তাঁতী দলের আহ্বায়ক জামাল মুন্সীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে।
শেখর চন্দ্র বিশ্বাস বলেন, ‘প্রতিপক্ষ ফারুক সিকদার গংরা আমাকেসহ স্বাক্ষীদের খুনজখম ও বাড়ি ছাড়া করার হুমকি দেওয়ায় আমরা শঙ্কিত। এ ঘটনায় আমি ১৩ জুলাই বুধবার বাউফল থানায় একটি জিডি করেছি।