
ধানক্ষেত থেকে পোশাক শ্রমিক রতন চন্দ্র সাহার (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার কালীর বাজার রেললাইনের পাশ থেকে রতন চন্দ্র সাহার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রতন চন্দ্র সাহা ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। রতন চন্দ্র সাহা গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে সকালে কালীর বাজার রেলক্রসিং সংলগ্ন ধানখেত থেকে রতন চন্দ্র সাহার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত রতন চন্দ্র সাহার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।