চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি, আটক ৬ যুবক!

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ।

১৬আগষ্ট শনিবার দুপুরে শোভাযাত্রাটি চট্টগ্রাম আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড় হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, র‌্যালি চলাকালে ছয়জনকে আটক করেছি। তাদের কাছে চিন্ময়ের মুক্তির দাবি সংবলিত প্ল্যাকার্ড পেয়েছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আশকারদীঘি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নওশাদ বলেন, চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড আনার সময়ই তাদের আটক করা হয়। গোয়েন্দা রিপোর্ট ছিল। নেগেটিভ কোনো পরিস্থিতি সৃষ্টি না হতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু বলেন, ভগবান কৃষ্ণের জন্মতিথিকে সামনে রেখে, আমরা চট্টগ্রামের সনাতনী সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছি। বৈঠকে আমরা স্পষ্টই জানিয়েছি, বিশৃঙ্খলা এড়াতে কোনো ধরনের প্ল্যাকার্ড কিংবা জাতীয় পতাকা শোভাযাত্রায় না আনতে। বিষয়টি প্রশাসনকেও জানিয়েছিলাম। যাদের আটক করা হয়েছে, শুনেছি তারা কম বয়সের। পুলিশ প্রশাসন জন্মাষ্টমী আয়োজনে বেশ কঠোর রয়েছে। তবু আমরা অনুরোধ করেছি, যদি আইনি কোনো ঝামেলা না থাকে, মানবিক কারণে অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দিলে ভালো হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন জানিয়েছেন, কয়েকজন তরুণ চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান দিয়েছিল।

উল্লেখ, গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে এ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *