
ফেসবুকে আল্লাহ-নবীকে নিয়ে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কানাই চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে।
আজ ১৮ আগষ্ট সোমবার মুন্সীগঞ্জ থেকে আটক করা হয় কানাই চন্দ্র দাস কে।
কানাই চন্দ্র দাস চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতচর গ্রামের রুহি দাসের ছেলে। কানাই চন্দ্র দাস মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, কিছুদিন আগে নাস্তিক মঞ্চ (Atheist Forum) নামে একটি ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ধর্মীয় উস্কানিমূলক ও অবমাননামূলক একটি পোস্ট করে কানাই। পরে পোস্টটি দৃষ্টিগোচর হলে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ।