টিকিট পরীক্ষক পূজা কুমারীর মুখে গরম খাবার ছুড়ে মারলেন সাইদা বিবি।

ছবি: পূজা কুমারীর মুখে গরম খাবার ছুড়ে মারলেন সাইদা বিবি।

আপ বারুইপুর লোকাল ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে টিকিট চাইতেই আচমকা পূজা দেবীর মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন সাইদা বিবি। এই ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে রয়েছেন টিকিট পরীক্ষক পূজা দেবী।

এই ঘটনা ঘটে ৬ সেপ্টেম্বর শনিবার, ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনের দু নম্বর প্লাটফর্মে।

জানাযায়, অন্যান্য দিনের মতোই বারুইপুর জংশনের দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। সেই ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। এই সময় অভিযুক্ত সাইদা বিবি এবং তাঁর আরও এক সঙ্গী বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। তাদের কাছে টিকিট চাইতেই আচমকা পূজা দেবীর মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন সাইদা বিবি।

তখন আহত পূজা দেবীর চিৎকার শুনে অনেকেই ছুটে আসেন। ততক্ষণে জ্বালায় ছটফট করতে শুরু করেন পূজা দেবী।

অভিযুক্ত সাইদা বিবি কে তুলে দেওয়া হয় আরপিএফের হাতে।

অভিযুক্ত সাইদা বিবির বাড়ি সুভাষগ্রামে এলাকায়। তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোন বৈধ টিকিট ছিল না।

বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। বারুইপুর জিআরপিতে অভিযোগও দায়ের হয়েছে।

অভিযুক্ত সাইদা বিবি বলছেন তিনি ভুল এই কাজ করে ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *