
রাজা রামমোহন রায় লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো, অবৈধ অনুপ্রবেশ, জনসংখ্যার পরিবর্তন ও বাঙ্গালীর ভবিষ্যৎ সম্পর্কে জন সমাবেশ।

জন সমাবেশটি অনুষ্ঠিত হয়ে ৯সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেল বেলা ৩ ঘটিকার দিকে ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের রাজা রামমোহন রায় লাইব্রেরিতে। এই ঐতিহাসিক জনসমাবেশের আয়োজন করে প্রজাশক্তি পার্টি (সমদর্শী) এবং বেঙ্গল ভলান্টিয়ার্স ।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজকর্মী মোহিত রায়, কিশোর বিশ্বাস, অনিমিত্র চক্রবর্তী, অনিন্দ্য নন্দী এবং উপানন্দ ব্রহ্মচারী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ অনুপ্রবেশ কেবল বাংলার সাংস্কৃতিক ও জনসংখ্যাগত ভারসাম্যকেই বিপর্যস্ত করছে না, পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর অস্তিত্বকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। বক্তাদের মতে—
১. অনুপ্রবেশ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২. নাগরিকপঞ্জি ও সীমান্তরক্ষায় আরও কঠোরতা প্রয়োজন।
৩. বাঙালী জাতিসত্ত্বা ও সংস্কৃতিকে রক্ষায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও ঐক্য গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় যে, এই বিষয়ে রাজ্য ও জাতীয় পর্যায়ে ধারাবাহিক আন্দোলন চালানো হবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হবে।