সজল কর্মকারের মরদেহ উদ্ধার।

ছবি: নিহত সজল কর্মকার।

পুলিশ বক্স-সংলগ্ন সড়কের পাশ থেকে সজল কর্মকারের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

১০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা দুমকি উপজেলার পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজা পুলিশ বক্স-সংলগ্ন সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সজল কর্মকার পটুয়াখালী জেলা বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রাজনগর গ্রামের রনজিৎ কর্মকারের ছেলে।

জানা যায়, সজল কর্মকার মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরে মেয়ের জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। কিভাবে এই ঘটনা ঘটলো এখনো জানা যায় নাই।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *