
২০২৩ সালে ইসরাইলে হামলা চালায় হামাস জঙ্গি গোষ্ঠী। হামলা করে ইহুদি গণহত্যা চালায় এবং অনেক ইহুদি সহ বিদেশী নাগরিকদের বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস জঙ্গিরা। সেই বন্দীদের মধ্যে একজন হলো নেপালের ছাত্র বিপিন জোশিক(২৪)।
২০২৩ সালে মাত্র ২৩ বছর বয়সে বিপিন নেপাল ছেড়ে পড়াশোনা ও কাজের জন্য ইসরায়েলের এক প্রত্যন্ত অঞ্চলে যায়। গাজা সীমান্তের কাছে কিবুত্জ আলুমিম নামের এলাকায় তিনি থাকতেন।
বিপিন ইরায়েলে মাত্র তিন সপ্তাহ কাটানোর পর হামাস জঙ্গিরা হামলা চালায়। বিপিন এক দুগ্ধশালায় আশ্রয় নেন। হামাস জঙ্গিরা সেখান থেকে বিপিন কে বন্দী করে নিয়ে যায়।
কয়েক মাস পূর্বে হামাস জঙ্গিদের হাতে বন্দি ৪৮ জনের একটি ভিডিও প্রকাশিত হলে সেই ভিডিও তে বিপিন কে দেখা যায়। এই একটি ভিডিও ছাড়া তার পরিবারের হাতে আর কোন তথ্য নেই বন্দী হওয়া সম্পর্কে।
কিছুদিন পূর্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় জীবিত ২০ জন বন্দীর নাম উল্লেখ্য করেন, তার মধ্যে বিপিনের নাম ছিল না।
ইসরায়েলের কর্মকর্তাদের ধারণা, প্রায় ২৫ জন বন্দীর মরদেহ হামাস জঙ্গিদের কাছে আছে। এই খবর বিপিনের পরিবারের জন্য হতাশার। কিন্তু তার পরিবার তাকে ভুলে যাননি।
২০২৩ সালে হামাস জঙ্গিদের হাতে বন্দী হওয়ার পর থেকে বিপিন যোশীর মা পদ্মা যোশী (৪৮) এবং বোন পুষ্প যোশী (১৮) তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিপিন যোশীর পরিবার নেপালে থেকে প্রতিদিন ভাবছেন তাদের সন্তান বেঁচে আছে কি না। হামাস জঙ্গিরা তাঁকে খাবার দিবে কি না।
বিপিনের মা পদ্মা যোশী বলেন, “প্রতিদিন, আমি তার কথা ভাবি, ঈশ্বরের কাছে তার জীবন বাঁচানোর জন্য প্রার্থনা করি,”