
ভারতে আল্লাহু আকবর স্লোগান দিয়ে পায়ের জুতো দিয়ে প্রতিমায় হামলা চালানোর চেষ্টা করে বাংলাদেশি মুসলিম যুবক মো. কবীর মণ্ডল।
এই ঘটনা ঘটে, ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে, ভারত কর্ণাট রাজ্যের দেবরাবিসানাহল্লির বেণুগোপাল মন্দিরে।
জানাযায়, সকালে মন্দিরে ঢুকে পড়ে এক ব্যক্তি, তারপর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে থাকে। পায়ের জুতো খুলে প্রতিমায় হামলা চালানোর চেষ্টা করে। এছাড়াও মন্দির ধ্বংস করে দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরবর্তীতে ওই ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বেঁধে রাখেন খুঁটিতে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। দায়ের করা হয়েছে এফআইআর। খোঁজ নিয়ে জানাযায় অভিযুক্তের নাম মো. কবীর মণ্ডল। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে বছর চার-পাঁচেক ধরে অভিযুক্ত ওই এলাকায় মুচির কাজ করত।
আরও জানাযায় মো. কবীর মণ্ডল আসলে বাংলাদেশি। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে বসবাস করতেছিল।