হিন্দু বাড়ি থেকে ৫০ ভরি সোনা লুট।

ছবি: ভুক্তভোগী পরিবার।

অস্ত্রের মুখে জিম্মি করে এক হিন্দু ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

এই ঘটনা ঘটে, ২৯ অক্টোবর বুধবার রাত দুইটার দিকে ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের হিন্দু ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহা’র(৬৫) বাড়িতে।

জানাযায়, প্রায় ৪০ জন সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা নারায়ণ চন্দ্র সাহার ছেলে ও পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। বাড়িটির ৫টি কক্ষের সকল প্রকার আসবাবপত্র, আলমারী, বিছানা তছনছ করে ৫০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড় ৪ লাখ টাকাসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

নারায়ণ চন্দ্রের ছেলে অঙ্কন সাহা বলেন, বাবা অসুস্থ থাকায় তাকে নিয়ে ফরিদপুর আরোগ্য সদনে আমরা অবস্থান করছিলাম, বড়ভাই ও বৌদি বাড়িতে ছিলো। রাত ৪ টার দিকে বড়দা ফোন করে জানায় বাড়িতে ডাকাতি হয়েছে।

বড় ছেলে সৌরভ সাহা জানান, দরজা ভেঙ্গে ডাকাতদল ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মূখে আমাদের জিম্মি করে বেঁধে ফেলে। এরপর সব রুমে ঢুকে আমাদের পূর্বপুরুষের আমল থেকে জমানো মা-দিদি-বৌদের স্বর্ণালংকার নিয়ে যায়। যা ৪৫ থেকে ৫০ ভরি হবে। এছাড়াও ব্যবসার টাকাসহ বাড়িতে থাকা সাড়ে ৪ লাখ নগদ টাকা ও দামি জিনিস পত্র লুট করে নিয়ে গেছে।

নারায়ণ চন্দ্র সাহার স্ত্রী লক্ষ্মী রাণী সাহা বলেন, বর্তমানে আমাদের আর কিছুই রইল না। আমরা নিঃস্ব রিক্ত হয়ে গেলাম। আমরা এ ডাকাতির বিচার চাই।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *