ঠাকুরবাড়ি থেকে আটক মুসলিম যুবক, উদ্ধার জিহাদী বই।

ছবি: আটক মোহাম্মদ আফ্রিদি।

ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে আটক মুসলিম যুবক, উদ্ধার জিহাদী বই।

২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায়, ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগরের মতুয়াধাম ঠাকুরবাড়ি থেকে আটক করা হয় ওই মুসলিম যুবক কে।

আটক মুসলিম যুবকের নাম মোহাম্মদ আফ্রিদি।

আটক মোহাম্মদ আফ্রিদি জানায়, তার বাড়ি মুর্শিদাবাদে কিন্তু বসবাস করে কলকাতা নিউটাউনে। জার্নালিজম নিয়ে পড়ালেখা করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।

এছাড়াও আটক মোহাম্মদ আফ্রিদি জানায়, সে ঠাকুরবাড়িতে এসে SIR, CAA এবং ঘটে যাওয়া অনশন কর্মূসূচি এর পাশাপাশি বেশ কয়টি টপিক নিয়ে তথ্য সংগ্রহ করতে সাধারন সাংবাদিক হিসেবে।

মোহাম্মদ আফ্রিদি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও কোন আইডি কার্ড দেখাতে পারে নাই।

আটক মোহাম্মদ আফ্রিদির কাছ থেকে দুটি জিহাদী বই, একটি নোট যেখানে বিভিন্ন ব্যাক্তির চলাফেরার তথ্য রয়েছে, মোটা অংকের টাকা লেনদেনের ব্যাংক বই, ল্যাপটপ এবং পেনড্রাইভ উদ্ধার করা হয়।

পরে খবর দিলে গাইঘাটা থানার পুলিশ এসে মোহাম্মদ আফ্রিদি কে আটক করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *