হিন্দু কৃষকের ৬৭ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়ে গেছে।

ছবি: হিন্দু কৃষকের পাকা ধান কেটে নিয়ে গেছে।

হিন্দু কৃষক সুবাস চন্দ্র পাইককের ৬৭ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়ে গেছে।

এই ঘটনা ঘটে ২১ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে বরগুনা জেলা তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকায়।

জানা যায়, সুবাস চন্দ্র পশ্চিম গাবতলী এলাকায় (ক্রয় সূত্রে মালিক) ৬৭ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেন। কিন্তু ওই জমি একই এলাকার আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারি নিজেদের দাবি করে রাতের আঁধারে ৫০-৬০ জন ভাড়াটে লোক নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধান কেটে নেন। এতে বাঁধা দিতে গেলে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সুবাস চন্দ্রকে মারার জন্য তেড়ে আসলে ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে তিনি সকালে থানায় গিয়ে অভিযোগ দেন।

ভুক্তভোগী সুবাস চন্দ্র বলেন, ‘আমি ১৫ বছর আগে ওই জমির ক্রয় সূত্রে মালিক। আমি সেই জমিতে ধান আবাদ করেছি। কিন্তু তাঁরা এতো বছর পরে এখন হঠাৎ এই জমি নিজেদের দাবি করে রাতের আঁধারে ধান কেটে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘ওই জমির বিরোধ মীমাংসার জন্য আদালতে মামলা চলমান থাকলেও তাঁরা জোর পূর্বক জমির ধান কেটে নিয়ে গেছে। আমি এর বিচার চাই’

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এবিষয়ে অভিযোগ পেয়েছি। ধান উদ্ধারের চেষ্টা চলমান আছে। যেহেতু এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে, তাই ধান উদ্ধার করে জব্দ করা হবে এবং আদালতকে অবহিত করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *