
শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানের দুর্গা মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে রহমত আলী (৪৩) কে।
গত ১১ আগষ্ট সোমবার ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে রহমত আলী বাগানের ১নং লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে প্রবেশ করে মন্দিরের উপকরণ চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিতাই গোয়ালার শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করে জানান, সোমবার ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে রহমত আলী বাগানের ১নং লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরী কিছু সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।
লিখিত অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্ত রহমত আলীকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রামের প্যারাগন রিসোর্টের সামনে থেকে গ্রেপ্তার করে।
মন্দির থেকে চুরি করা একটি খয়েরী-সাদা রঙের দরজার পর্দা, চারটি লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরী প্রতিমার তাজ এবং চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয় রহমত আলীর কাছ থেকে।
রহমত আলীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।