সন্তানের নাম তৈমুর রাখা উচিত না: বিবেক অগ্নিহোত্রী।

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে একটি বাচ্চাকে জিজ্ঞেস করতে তার নাম কী? উত্তরে সে বলছে তার নাম তৈমুর। এখান থেকেই আলোচনা-সমালোচনা শুরু। অনেকেই মনে করছেন সইফ আলি খান ও করিনা কাপুরের সন্তান তৈমুর আলি খান ও সেলেব দম্পতিকে কটাক্ষ করেছেন বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই নিয়ে এক সাক্ষাৎকারে মতামত জানালেন বিবেক অগ্নিহোত্রী।

বিবেক অগ্নিহোত্রী বলেন,
শুধু সইফ বা করিনার ছেলের নামই তো তৈমুর নয়। পৃথিবীতে এই নামে অনেক মানুষ আছেন। কাজেই এটা নিয়ে এমন করার কোনও কারণ নেই। আমার ছবির ট্রেলারে আমি এই নাম তুলে ধরে সইফ বা করিনাকে কটাক্ষ করতে একেবারেই চাইনি। বরং আমি বলতে চেয়েছি যে কোনও ভারতীয়র তাঁর সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়। এবং এর নেপথ্যে একটা বড় ইতিহাস রয়েছে। যে কারণে আমি এমনটা বলেছি।

আরও পড়ুন-
তৈমুর লং ১ দিনেই ১ লক্ষ হিন্দু হত্যা করেছিলেন!

আমি যখন সমরকন্দে ‘তাসখন্দ ফাইলস’ ছবির শুটিং করছিলাম তখন আমি তৈমুরের স্মৃতি সৌধে গিয়েছিলাম। সেখানে বাইরে লেখা ছিল ‘বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য উনি জয় করেন। সেটা হল দিল্লির সাম্রাজ্য।’ এমনকি তাঁকে সেই সময় সম্রাট হিসাবেও গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন সকলে। তবে দিল্লি জয় না করে তিনি সেই ভূমিকায় অবতীর্ণ হতে অস্বীকার করেন।

ইতিহাস সাক্ষী আছে ক্ষমতালোভী তৈমুর নিজের সাম্রাজ্য গড়ে তোলার জন্য অত্যন্ত নৃশংস হত্যালীলা চালিয়েছিল। ধর্ষণের মতো বহু ঘটনাও তাঁর দ্বারা ঘটেছে। তাই তিনি মহান হতেই পারেন কিন্তু আমার কাছে তা তিনি নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *