
চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার মোহরা এলাকায় বসতঘরে রহস্যজন অগ্নিকাণ্ডে গীতা রানি ঘোষ (৭০) এর পরে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা গেছে স্কুলছাত্রী শশী ঘোষ (১১)।
২৭ আগস্ট বুধবার ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শশী ঘোষের। শশী ঘোষ চট্টগ্রামের সেন্ট মেরিস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এর আগে মঙ্গলবার ভোরে ঘটনাস্থলেই মারা যায় গীতা রানি ঘোষ। শশী ঘোষের মা আগুনে দগ্ধ কণা ঘোষ এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা প্রদীপ ঘোষ চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
২৫ আগস্ট সোমবার দিবাগত রাত আড়াইটা নাগাদ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার মোল্লাবাড়িতে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেমিপাকা বসতঘরে রহস্যজনক আগুন লাগার পর ঘটনাস্থল থেকে গীতা রানী ঘোষের(৭০) মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
রহস্যজনক আগুনে নিহত গীতা রানী, দগ্ধ ৩
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টা ৪৭ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণের পর ঘটনাস্থল থেকে আগুনে দগ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।