সরকারের বরাদ্দকৃত ‌ অর্থ পাওয়ার দাবিতে আদিবাসীদের মানববন্ধন।

ছবি: আদিবাসীদের মানববন্ধন।

সমতল ভূমিতে বসবাসরত আদিবাসীদের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হইতে ‌ ফরিদপুর জেলার জন্য অনুমোদিত প্রকল্পের বরাদ্দকৃত ‌ অর্থ পাওয়ার দাবিতে মানববন্ধন ‌ সমাবেশ ‌ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন ‌ সমাবেশ অনুষ্টিত হয়।

ছবি: আদিবাসীদের মানববন্ধন।

বক্তরা বলেন, বিগত সরকারের আমলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলে ‌ও বর্তমান সরকারের সময় তারা কোনো রকম সুযোগ-সুবিধা পাচ্ছে না ‌। তাদের জন্য যে অনুদান বরাদ্দ ছিল এখনো তাড়া তা পাচ্ছে না । ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‌ বেশিরভাগই ‌ মাছ চাষের উপর নির্ভরশীল ‌ কিন্তু এখন পুকুরে মাছ না থাকায় এবং বিভিন্ন জলাশয় শুকিয়ে যাবার কারণে তারা মাছ চাষ করতে পারছে না। সরকারি বরাদ্দ না পেলে ‌ তাদের পক্ষে ‌ বেঁচে থাকা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে । আর এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা ‌ অনুষ্ঠানের পরবর্তী পর্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *