
বাগেরহাট জেলা চিতলমারী উপজেলার চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের চণ্ডীভিটা সর্বজনীন দুর্গা মন্দিরে চলছে দুর্গা পূজার বিশাল আয়োজন। চলছে দুই শ’রও বেশি প্রতিমা ও বিগ্রহ নিয়ে দুর্গা পূজার আয়োজন।
আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে মন্দির কমিটি।
গত বছরও এই মন্দিরে লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে।
মন্দির কমিটি জানায়, সনাতনদের ধর্মগ্রন্থ বেদ-পুরাণ-চণ্ডী, রামায়ণ-মহাভারত, গদ্মপুরাণ-গীতা থেকে শুরু করে শ্রীচৈতন্যচরিতামৃত, শ্রীহরি-গুরুচাঁদ অবধি নানা গ্রন্থের দেব-দেবী, সাধক-মনীষীসহ পৌরাণিক কাহিনী তুলে ধরা হবে এসব প্রতিমা-বিগ্রহে।
প্রতিমা শিল্পী কিশোর বিশ্বাস জানান, পাঁচজন শিল্পীকে নিয়ে তিন মাস ধরে প্রতিমাগুলো তৈরি করছেন।
১৭১টি দেব-দেবীর প্রতিমা ও তাদের বাহন মিলিয়ে মোট সংখ্যা হবে দুই শ’র বেশি। আশা করছি আগামী ২৫ সেপ্টেম্বর এই প্রতিমার কাজ শেষ হবে।
জানাযায়, চণ্ডীচরণ নামের এক ব্যক্তির পরিত্যক্ত ভিটায় চণ্ডীভিটা সর্বজনীন মন্দির প্রতিষ্ঠিত। এখানে প্রায় ৬৪ বছর আগে থেকে দুর্গাপূজা হয়।
গত বছর এখানে ১০৮টি প্রতিমা বিগ্রহ তৈরি করে দুর্গাপূজার আয়োজন করায় বাগেরহাট জেলাব্যাপী সাড়া পড়ে। লাখ লাখ ভক্ত-পূজারী-দর্শনার্থীর ভিড় জমে। মেলা বসে মাঠজুড়ে। গোটা এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তাই গতবার থেকে এবার প্রতিমার সংখ্যা বেড়ে দুই শ’র বেশি করা হয়েছে।