
বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে শ্লীলতাহানি এবং মারধর করেছে এসএম আলী গং।
২৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার কাকিনা জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত নারীর স্বামী ধীরেন মোহন্ত জানান, প্রতিপক্ষের লোকজন তার স্ত্রীর শ্লীলতাহানি ঘটিয়ে শারীরিক নির্যাতন চালিয়েছে। পরে তাকে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ধীরেন মোহন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আহত নারীর দাবি, আমরা অসহায় লোক। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি তদন্ত রমজান আলী বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।