
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুমন রায় (৪৩) গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেফতার সুমন রায় কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর রায়বাড়ীর মৃত জীবন বল্লভ রায় ও মৌমিতা রানী রায়ের পুত্র।
দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানা রুজুকৃত মামলার ধারা-১৫৩/২৯৫(এ) এর এজাহারভুক্ত আসামী সুমন রায় (৪৩) কে ২রা সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি স্ট্যাটাস দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামীকে আটক করে। স্থানীয়দের তোপের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে থানায় মামলা দায়ের করে তাকে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।