২০৪৭ সালের মধ্যে ‘ইসলামিক ইন্ডিয়া’ তৈরীর ছক জালালউদ্দিনের!

ছবি: জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা।

স্বঘোষিত ধর্মগুরু জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা এবং তার ছেলে মেহবুবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ভারত উত্তরপ্রদেশ রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS)। ১,৫০০ জনেরও বেশি হিন্দু মহিলা এবং হাজার হাজার অমুসলিমকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন এই দুই অভিযুক্ত। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করা।

চার্জশিটে বলা হয়েছে, স্বঘোষিত ধর্মগুরু জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা জোর করে এবং প্রলোভনের মাধ্যমে ১,৫০০ জনেরও বেশি হিন্দু মহিলা এবং হাজার হাজার অমুসলিমকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন। যার চূড়ান্ত লক্ষ্য ছিল ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করা। চার্জশিটে ২৯ জন সাক্ষীর বক্তব্য অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ১০ জন ভুক্তভোগী যারা সরাসরি চাপ বা বলপ্রয়োগের শিকার হয়েছেন।

ধর্মান্তরিত করার নামে যৌন হেনস্থার অভিযোগ আছে ছাঙ্গুর বাবার ছেলে মেহবুব এবং তার সহযোগী নবীন রোহরার বিরুদ্ধে। ছাঙ্গুর বাবার এই নেটওয়ার্কের যোগ ছিল দুবাইতেও।

শুধু ভারতের বিঙিন্ন রাজ্যেই নয়, আন্তর্জাতিকভাবেও গভীর যোগাযোগ ছিল জালালউদ্দিনের।

জালালউদ্দিন বিভিন্ন প্রভাবশালী ও আধিকারিকের সঙ্গে দেখা করার সময় নিজেকে আরএসএস-অনুমোদিত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এমনকী সংগঠনের লেটারহেডে ছবি ব্যবহার করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ! ছাঙ্গুর বাবা, ওরফে জামালুদ্দিন ছিলেন ভারত প্রতিকার্থ সেবা সংঘ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক । সেটা চালাতেন আরেক মূল অভিযুক্ত, ঈদুল ইসলাম নামে এক ব্যক্তি।

উল্লেখ্য, গত ৫ জুলাই এটিএস ছাঙ্গুর বাবা এবং তার সহযোগী নীতু ওরফে নাসরিনকে গ্রেফতার করেছিল। সেই সময় জানা যায়, এক বছরে ১০০ কোটি টাকার লেনদেনের সঙ্গে যুক্ত এই ছাঙ্গুর বাবা। তিন দিন পর দুই অভিযুক্তের বিরুদ্ধেই মামলা রুজু করে তদন্ত শুরু করে ইডি। ছাঙ্গুর বাবার একাধিক সম্পত্তিতে অভিযান চালায় ইডি। বলরামপুর জেলার উত্তরোলা এবং মুম্বইতেও হানা দিয়েছিল ইডি।
পুলিশ জানিয়েছিল, ধর্মান্তরণের জন্য দরিদ্র, অসহায় শ্রমিক, দুর্বল শ্রেণির এবং বিধবা মহিলাদের প্রলোভন, আর্থিক সাহায্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করা হত। অনেক সময় ভয় দেখিয়েও ধর্মান্তরণে বাধ্য করা হত। এই আবহে কে কে ছাঙ্গুর বাবাকে টাকা পাঠিয়েছিল, কত টাকা পাঠিয়েছিল এবং কী কারণে পাঠিয়েছিল, সমস্ত দিক তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থাটি।
এরপরই জানা যায়, ভারতকে মুসলিম রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা ছিল এই ধর্মগুরুর। ভারতের বিভিন্ন রাজ্যে তার জাল ছড়ানো ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *